সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের একমাত্র উচ্চ মাধ্যমিক বিদ্যাপিঠ রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজ গৌরবময় এক ইতিহাস বহন করে চলেছে।
১৯৬৩ সালের ১ জানুয়ারি বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী ও সমাজসেবক শেখ মোঃ ইজ্জত আলী সাহেবের হাত ধরে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি নানা প্রতিকূলতা অতিক্রম করে আজকের অবস্থানে পৌঁছেছে।
প্রতিষ্ঠার শুরুতে অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে ষষ্ঠ শ্রেণির পাঠদান শুরু হয়, কিন্তু ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এটি সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। যুদ্ধ শেষে ১৯৭২ সালে সেই মহান উদ্যোক্তা আবারও নিজের কাঁধে বাঁশ বয়ে, নিজ হাতে মাটি কেটে বিদ্যালয়টি পুনরায় চালু করেন—এমন আত্মত্যাগ ও ভালোবাসার দৃষ্টান্ত আজ বিরল।
বিনিময়ে কিছু না চেয়ে শিক্ষক বেতন দিয়েছেন নিজের অর্থে, নিজের বাড়িতে শিক্ষক রেখে পাঠদানের ব্যবস্থা করেছেন, এমনকি সরকারি চাকরি ত্যাগ করে এলাকার শিক্ষার জন্য নিজেকে উৎসর্গ করেছেন।
তাঁর এই অবদান ও ত্যাগের প্রতিফলন আজকের উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠানে রূপান্তরিত রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বর্তমানে এই প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ে মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ এবং উচ্চ মাধ্যমিকে মানবিক বিভাগে পাঠদান কার্যক্রম চলছে। প্রতিনিয়তই আমরা শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে একটি জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে চলেছি।
আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আসুন, আমরা সবাই মিলে একসাথে গড়ি একটি আলোকিত ভবিষ্যৎ।
আন্তরিক শুভেচ্ছায়,
মো: মুহসীন আহমদ ইয়াসিন
অধ্যক্ষ
রতারগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ
বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ
